কানে সাদা কালো পোশাকে রূপকথার রাজকন্যা দীপিকা

ঝিনাইদহের চোখঃ
বিশ্বের শীর্ষস্থানীয় শোবিজ অঙ্গনের সেরা সেরা তারকারা একত্রিত হয়েছে কানে। বলিউড তারকা দীপিকাও সেখানে অংশ নিয়েছেন।
ফ্রেঞ্চ রিভিয়েরায় আয়োজিত হয়েছে ৭২তম কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে রূপকথার রাজকন্যার বেশেই ধরা দিলেন দীপিকা পাড়ুকোন।
বৃহস্পতিবার কানের হোটেল মার্টিনেজ থেকে সেজেগুজে সোজা পৌঁছলেন চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে।
ডিজাইনার পিটার ডান্ডাসের তৈরি করা সাদা গাউনে সেজেছিলেন দীপিকা। নজর কাড়ল গাউনের সঙ্গে লাগানো কালো ‘বো’।
কানের রেড কার্পেটে দীপিকা পৌঁছতেই তাকে ঘিরে ঝলসে উঠতে থাকলে অসংখ্যা ক্যামেরার ফ্ল্যাশ।
পোশাকের সঙ্গে মিলিয়ে নজর কাড়ল দীপিকা মেকআপ। চোখ থেকে লম্বা করে টানা লাইনার।
পোশাকের সঙ্গে মিলিয়ে নজর কাড়ল দীপিকা কানের ডিজাইনার দুল।
দীপিকার গাউনের সঙ্গে নজর কড়ল লম্বা অফ হোয়াইট রংয়ের ট্রেল।
প্রশংসিত হল পোশাকের সঙ্গে মিলিয়ে টপনট করে বাঁধা দীপিকার হেয়ারস্টাইল।
সবমিলিয়ে নাটকীয় রূপকথার রাজকন্যের বেশে দীপিকা যেন মোহময়ী।
রাজ কন্যা বেশে দীপিকা।
রেড কার্পেটে হাঁটছেন জয়া।
রেড কার্পেটে পা দিয়েই অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন চুম্বন।