ঝিনাইদহ সদর
ঝিনাইদহে এক কৃষকের ৫ টি গরু চুরি

রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের হটাৎ পাড়া গ্রামে গত রাতে মোঃ বাবলু মিয়ার বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘোটনা ঘটেছে।
জানা যায় বুধবার রাতে বাবলু মিয়ার গোয়াল ঘরে থাকা প্রায় ৪ লক্ষ টাকার মুল্যের ৫ টি এড়ে গরু চুরি হয়েছে।
বৃহস্পতিবার সকাল বেলা ঘুম থেকে উঠে বাবলু মিয়া গোয়াল ঘরে যেতেই দেখে তার গরু আর নেই।
বাবলু মিয়া জানান, আমার আর কিছুই রইলো না। অনেক কষ্টেই কিনে ছিলাম গরু গুলা ।কথা গুলা বলতে সে সময় বাবলু মিয়া ও তার পরিবারের লোকদের চোখে ছিল শুধু পানি। গরু গুলাই একমাত্র সম্বল ছিল বাবলু মিয়ার পরিবারের। আর সেই সম্বল হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে বাবলু মিয়া ও তার পরিবার।