এপেক্স ক্লাব অব নবগঙ্গা (uc) ঝিনাইদহ এর দোয়া ও ইফতার মাহফিল

এম,এ জলিল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে এপেক্স ক্লাব অব নবগঙ্গা (uc) জাতীয় সেবা মাস উপলক্ষে ঝিনাইদহে গরিব দু:খী মানুষের মাঝে সেবা কার্যক্রম ২০১৯।
জাতীয় সেবা মাস (মে-জুন) বস্ত্র বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঝনিাইদহরে ফুড সাফারী রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্ত্বব্য রাখেন শাহনাজ পারভীন সেতু।
কোরআন তেলোয়াত, আলোচনা সভা, এপেক্স ক্লাব অব নবগঙ্গা (uc) এর মঙ্গল কামনা করে দোয়া ও ইফতার করা হয়।
এপেক্স ক্লাব অব নবগঙ্গা (uc) এর শাহনাজ পারভীন সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি।
আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক এম,আব্দুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, যুবলীগের আহবায়ক শফকিুল ইসলাম শিমুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য জাতীয় দৈনিক ভোররে সময় পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদকি এম,এ জলিল প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন,এপেক্স ক্লাব অব নবগঙ্গা (uc) ঝিনাইদহে যেন আরো বেশি বেশি করে গ্রাম বাংলার মানুষের কথা বলে, সমাজের অবহেলীত মানুষের কথা বলে এই কামনা করি।