ঝিনাইদহ সদর

ঝিনাইদহে জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ

রহমতের মাস রমজান। রমজানের পবিত্রতাকে সম্মান জানাতে ইফতার মাহফিলের আয়োজন করে ঝিনাইদহ জেলা পুলিশ।

শনিবার বাদ আছর ঝিনাইদহ পুলিশ লাইনস প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথিদের সাথে মত বিনিময় ও দোয়া মাহফিল ও মাগরিবের আযানে ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর সার্বিক তত্ববধানে ইফতার মাহফিলে উপস্থিত থেকে ইফতার মাহফিলে অংশ নেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকী সমি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু,সাবেক মহিলা এমপি নুরজাহান বেগম, সদর সার্কেল কনক কুমার বিশ্বাস, মাহামুদুল ইসলাম ফোটন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ,হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, ,ঝিনাইদহ প্রেসক্লাব এর সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু, সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান , সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমদাদুল হক, সদর থানার ওসি (অপারেশন) মোঃ মহাসিন হোসেন, পিপি এ্যাডঃইসমাইল হোসেন,ডিএসবির এস আই কবির হোসেন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, বঙ্গবন্ধু পেশাজীবি ফোরামের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক মনিছুর রহমান কারু,এ্যাডঃ সালমা,একরামুল হক লিকু,রাজু আহমেদ মিজান,মানিক বিশ্বাস মধুসহ বিচারক,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও শুশিল সমাজের প্রতিনিধি প্রমূখ ।

ইফতার মহাফিলে স্থানীয় মসজিদের পেশ ইমাম বিশেষ মোনাজাত (দোয়া) করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button