ঝিনাইদহে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে রমজানের শেষ দিকে তীব্র তাপদাহ আর গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সূর্যের প্রচন্ড প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়ছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে রোজাদারগণ। বেশ কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে বড় কষ্টের শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া মানুষগুলো।
সামান্য স্বস্থির জন্য কেউবা ছুটছে গাছের ছায়াতলে আবার সামান্য পুকুরের পানিতেই শীতলতা খুঁজতে চাইছেন স্বস্তী।
জেলার খালিশপুরের সালাম উদ্দিন নামের এক ভ্যান চালক বলেন, প্রচন্ড গরম আর রোদের কারণে বাইওে যাওয়া খুব কষ্ট হচ্ছে। তারপরও পেটের তাগিদে ভ্যান চালাতে বাধ্য হচ্ছি। কিন্তু কোনো যাত্রীও মিলছে না। ।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: অপুর্ব কুমার বলেন, প্রচন্ড তাপদাহ আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে জনজীবন। তাই স্যালাইনের সঙ্গে প্রচুর পরিমাণে পরিষ্কার খাবার পানি আর ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দেন তিনি।