পাঠকের কথা
সুখটা যে বহুদূরে—সালমা ইসলাম
ঝিনাইদহের চোখঃ
আকাশটা অভিমানী
রিমঝিম শব্দের কলধ্বনি,
নামলে দেওয়া বৃষ্টি তারে বলি।
মনের আকাশে জমলে মেঘ
চক্ষু বেয়ে গড়িয়ে পড়লে কান্না তারে বলি
পথ হারিয়ে চললে পথিক আত্মভোলা বলি
চেনা মানুষ অচেনা হলে তারে কি বলি?
পথ হারালে পথ পাওয়া যায়,
মন হারালে কি?
দুঃখ ছাড়া আর কি পাবে
সুখটা যে বহুদূরে।
সৃষ্টিতে উল্লাস আসেে
ধ্বংসে বিষাদ,
ভালোবাসা গড়তে পারে
সুখের সৌধ আর প্রাসাদ।