ঝিনাইদহে আওয়ামীলীগের নবগঠিত কমিটির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।
ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও আ’লীগের ওই ইউনিয়ন কমিটির সভাপতি মোদাচেছর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ”লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবরীগ নেতা শিবলী নোমানী ও আ”লীগের উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোাসেন।
রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক আলী হোসেন অপুর পরিচালনায় ইফতার পূর্বে ওই ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি এমপি আনার নতুন নির্বাচিতদের ফুল দিয়ে বরন করে নেন।
এছাড়াও এ অনুষ্টানের মাধ্যমে আগমুন্দিয়া গ্রামের মাসুম বিল্লাহর কন্যা শারমিন সুলতানা মৌলী নামে এক পঙ্গু স্কুলছাত্রীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান তহবিলের ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাংগাঠনিক সম্পাদক কবির হোসেন, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিঠু মালিতা, সম্পাদিকা ডরিন ও ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ।