রাশেদকে ‘ভুল বোঝাবুঝির আটক’, পাঠানো হচ্ছে ঢাকায়
ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ (কোটা সংস্কার আন্দোলন) পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার (৩ জুন) বিকেলে ঝিনাইদহের একটি হোটেল থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাকে তার বাবার মাধ্যমে ছেড়ে দেয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান।
তবে রাশেদের সঙ্গে যোগাযোগ করা হলে রাত ৯টায় ৫ মিনিটে তিনি সময় নিউজকে জানান, বাবা ও মা থানায় এসেছিলেন। কিন্তু এখানে (ঝিনাইদহে) পুলিশ আমার নিরাপত্তা দেয়ার বিষয়ে কিছু নিশ্চিত করতে পারছে না। এজন্য আমাকে পুলিশের গাড়িতে করে ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে।
এর আগে বিকেলে ঝিনাইদহ শহরের জেএসপি হোটেল থেকে স্থানীয় প্রভাবশালীরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ (কোটা সংস্কার আন্দোলন) পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমান।
জানা যায়, শহরের জেএফসি হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে গল্প করার সময় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ রাশেদ খানকে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ (কোটা সংস্কার আন্দোলন) পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে আটক বা গ্রেফতার করা হয়নি। স্থানীয় কিছু লোকের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তাকে থানায় আনা হয়েছিল। রাশেদ খানকে তার বাবার মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
কোটা আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়ি ঝিনাইদহের মুরারিদাহ গ্রামে। তার বাবার নাম বাবা নবাই বিশ্বাস।