ঝিনাইদহে সিপিবি নেতা জাফর আহম্মদের শোকসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের চোখঃ
জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়,এই স্লাগানকে বুকে ধারন করে একতা পাঠক ফোরাম ঝিনাইদহ জেলার উদ্যোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহম্মদের শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একতা পাঠক ফোরামের আহবায়ক কাজী ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব সুজন বিপ্লবের সঞ্চলনায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারন সম্পাদক হাবিবি জহির রায়হান, সিপিবি চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ সম্পাদক কাজল মাহমুদ, ঝিনাইদহ জেলা বাসদের সমন্বয়ক এ্যাড:আসসাদুল ইসলাম আসাদ,জাতীয় গণফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক নেহালউদ্দিন আহম্মেহ সোহেল,জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক নজরুল ইসলাম,বিশিষ্ট কবি মুহাম্মদ রফিক,উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সহ-সভাপতি রণভী শের,যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তোয়াব অপু, চুয়াডাঙ্গা জেলা যুব ইউনিয়নের সাধারন সম্পাদক জামাল শাহেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম মিটুল,চুয়াডাঙ্গা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শাওন কুমার রায়,বিপ্লবী ছাত্র মৈত্রী ঝিনাইদহ জেলা সমন্বয়ক দেবাশীষ বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেসি কলেজ শাখার সম্পাদক রুবিনা খাতুন প্রমুখ।
কমরেড সৈয়দ আবু জাফর আহম্মদের জীবনী পাঠ করেন,ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সাধারন সম্পাদক বি এম পলাশ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সাধারন সম্পাদক শুভ রায়,উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সহ-সভাপতি সাবেয়ারা বেগম ঝর্ণা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা স্বর্ণালী শবনম স্বর্ণ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ।
শোকসভায় বক্তারা বলেন,সৈয়দ আবু জাফর আহম্মেদের যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা তা নতুরদের কাছে অনুপ্রেরণা যোগায়।তিনি তিনি ব্যক্তিক ভোগ বিলাশের তোয়াক্কা না করে আমৃত্যু নীতি -আদর্শের প্রতি অবিচল থেকেছেন।
উল্লেখ্য, শোকসভার শুরুতে শাওন কুমার রায়ের নেতৃত্বে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত গাওয়া হয়।