সমাজে এমন মানুষের খুউব প্রয়োজন
ঝিনাইদহের চোখঃ
গ্রামে এখনও রাত ১১টার পর মানে বেশ রাত। গ্রামের নাম কুঠিদূর্গাপুর। হঠাৎ দেখা মিললো গ্রামের জহুরুল ইসলাম নামের এক গ্রামবাসীর সাথে। জানতে ইচ্ছে হলো, ভাই আপনি এতো রাতে কী করছেন?
তার হাসি মুখে জবাব, রাস্তাটা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। একটু ঠিক-ঠাক করার চেষ্টা করছি। মানুষ যাতে স্বভাবিকভাবে চলাফেরা করতে পারে। কোন অসুবিধা না হয়।
জহুরুল ইসলাম নিতান্তই একজন গরীব মানুষ। সারাদিন পরিশ্রম এর পরেও একটু সময় বাচিয়ে রাস্তার মেরামতের জন্য তিনি রাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।এই উন্নয়ন মূলক দৃশ্য সকলেরই চোখে পড়বে।
এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, বিনামুল্যে রাস্তা মেরামতের কাজ করে থাকেন। অতঃপর রাস্তায় চলাচলকৃত যানবাহনের চালকগন খুশি হয়ে যেটা দেন সেটাই হয়ে থাকে তার পারিশ্রমিক।
তিনি আরো চান যে রাস্তার উন্নয়নের দিকে একটু মনোযোগি হোক সংশ্লিষ্ট কর্মকর্তা গণ।
এমন মানুষের দরকার আছে। খুউব দরকার আছে।
Mehedi Hasan Riad