ঝিনাইদহে তালা ভেঙ্গে মালামাল চুরি, থানায় অভিযোগ
মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঈদ আনন্দ মাটি হয়েছে ঝিনাইদহ কালীগঞ্জের সোহাগ -ফারজানা দম্পতির। কেননা বাসার মেইন গেটের তালা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে কালীগঞ্জ শহরের কৃষি অফিসপাড়ায়। এ ব্যাপারে বাড়ির মালিক এস.কে সোহাগ কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাসার মালিক এস.কে সোহাগ জানান, তিনি নিজে একজন প্লাষ্টিক মালা মালের পরিবেশক। রোববার পরিবারের সকলে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে গিয়ে রাত্রিযাপন করেন। এ সময় শহরের বাসায় কোন লোক না থাকায় মেইন গেটে তালা দেয়া ছিল। ওই রাতেই চোরেরা বাসার মেইন গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চোরেরা আলমিরার তালা ভেঙ্গে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি ৩২ ইঞ্চি কালার টেলিভিশনসহ অন্যান্য জিনিসপত্র মিলে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
সোমবার সকালে বাসার নিচের দোকান মালিকেরা এসে গেটের তালা ভাঙ্গা দেখে তাকে মুঠোফোনে খবর দিলে বাসায় ফিরে এসে এমন ঘটনা দেখতে পান। তিনি জানান, বিষয়টি থানা পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে।