ঝিনাইদহে জনপ্রতিনিধিদের নামে মামলায় ব্যাপক ক্ষোভ
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে মাদক কারবারি অমিত সিকদার বিষুর করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন অন্য জনপ্রতিনিধিরা। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ দাবি জানান তাঁরা। অন্যথায় আগামী সভা বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছেন পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। একই সঙ্গে আগামী ২২ জুন থেকে কালীগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে বলে সভায় জানান পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। এরই মধ্যে অবৈধ স্থাপনাগুলোর মালিকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।
ইউএনও সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু ও পৌর মেয়র আশরাফ। অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন, নজরুল ইসলাম, ইলিয়াস রহমান প্রমুখ বক্তব্য দেন।