পাঠকের কথা
ভুলি সপ্তার ব্যথা—-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
সঙ্গ দেয়ার সঙ্গি আমার ব্যস্ত এখন কাজে
সন্ধ্যা হলেই শহর ঘোরার রাতটা লাগে বাজে।
হাতটি আমার কেউ ধরেনা বন্ধুর মতো করে
শুক্রবারের আশায় থাকি সারা সপ্তা ধরে।
তাও যদি হয় ভলো,প্রতি শুক্রবার
বন্ধু আমার থাকবে পাশে আড্ডাতে আবার,
কাজের চাপে কখন বন্ধুর চলে যায় সময়
তাও জানেনা বন্ধু আমার কাজেই ব্যস্ত রয়।
ডাকা যায়না যখন তখন ইচ্ছে হলেই তাঁরে
কাজের জায়গা নষ্ট হবে ডাকলে বারে বারে।
নষ্ট করতে চাই না তাঁরে আমার সুখের জন্য
বন্ধু আমার কাজে থাকুক তাতে আমি ধন্য,
না হয় ঘুরবো একা একা আমি সঙ্গি ছাড়া
তবু বন্ধু দেখার জন্য করবো না তো তাড়া।
আমরা গরিব বন্ধু কাজ ছাড়া কি চলে?
ধনীর মতো আরামায়েশ ডুবে শরাব জলে।
ভাত কাপড়ের টানে ছুটি আমরা দুইজনে
তবুও আমরা সুখি বন্ধু সুখেরই বন্ধনে।
আমার কাজ লাগাম ছাড়া বন্ধুর ছক গাঁথা
সপ্তা শেষে দেখা হলে ভুলি সপ্তার ব্যথা।