ঝিনাইদহের প্রাইভেটকার চালকের বুদ্ধিমত্তা
ঝিনাইদহের চোখঃ
প্রাইভেটকার ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার দুপুরে শহরের খয়েরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক রনজিৎ বিশ্বাস মুন্সিগঞ্জের টঙ্গিপাড়ার গোপাল বিশ্বোসের ছেলে।
প্রাইভেটকার চালক মাসুদ মিয়া বলেন, রনজিৎ নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে আমার প্রাইভেটকারটি ভাড়া নেয়। এরপর আমাকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তার চলাফেরা ও গতিবিধি আমার সন্দেহ হয়। সে বিভিন্ন স্থানে গিয়ে আমাকে শুকনো খাবার খাওয়ানোর চেষ্টা করলে বুঝতে পেরে শরীর খারাপ বলে কাটিয়ে দেই। এরপর কৌশলে গাড়িটি শহরের খয়েরতলা গ্রামে ভিড়িয়ে লোকজন ডাক দিয়ে ঘটনাটি খুলে বলি। পরে তারা রনজিৎকে আটকে নানা কথা জিজ্ঞেস করে। এরপর তার এলোমেলো কথায় প্রমাণিত হয় সে একজন প্রতারক। পরে তাকে পুলিশে দেয়া হয়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, রনজিৎ প্রাইভেটকার ছিনতাইকারী চক্রের একজন সদস্য। সে প্রাইভেটকারটি ভাড়া নিয়ে ছিনতাইয়ের চেষ্টায় ছিল। কিন্তু চালকের বুদ্ধিমত্তায় সফল হতে পারেনি। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।