পাঠকের কথা
“আজো আমি পথ চলি”—এম হাসান মুসা
“আজো আমি পথ চলি”—এম হাসান মুসা
ঝিনাইদহের চোখঃ
কাঙ্ক্ষিত সেই মায়াবী ছায়া নীড়ে
পৌছাবো বলে,…
আজো আমি পথ চলি
কখনো পথ হারাই আবার চলি,
পেছন থেকে ডেকে যায়
মায়ামৃগ…
নিস্তব্ধতা ভেঙে কখনো শুনি হৃদয়ে
গাঢ় অন্ধকারের আত্মচিৎকার !
যুগ যুগ ধরে জমানো আমার
ভালোবাসার নিবিড় অহংকার,
আকাশের নীল ছুঁতে পারে
পায়না খুঁজে তার স্পর্শ…
নিয়মের প্রাচীরের কঠিন ফটকে
শিলালিপিতে লিখা আছে ‘রুদ্ধদ্বার’,
আর আছে লোহার বেড়ী দু’টি পায়ে।
ভাঙ্গনের খেলায় মেতে চলে গেলে
দৃষ্টিহীন পাথর চোখে