কালীগঞ্জ

ঝিনাইদহের নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট এন্ড পিকনিক স্পটে লাকী কুপনের ড্র অনুষ্ঠিত

ঝিনাইদহের চোখঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট এন্ড পিকনিক স্পটের বিগত ৭ দিনে দর্শনার্থীদের লাকী কুপনের প্রথম পর্বের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে ।

১২ জুন বুধবার বিকাল ৫ ঘটিকায় স্পটের পাহাড়ী ঝর্না চত্তরে দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ড্র অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রিসোর্টের সি ই ও জনাব ইমদাদুল হক সোহাগ । ড্র পরিচালনা করেন বহুল পঠিত নিউজ পোর্টাল ‘ অন্যদৃষ্টি’র নির্বাহী সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসু ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন এবি নিউজ টিভির ঝিনাইদহ প্রতিনিধি এসকে কাদেরসহ রিসোর্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দ । দর্শনার্থী দ্বারা নির্বাচিত তিন জন শিশু দ্বারা কুপনটেনে ২০ জন ভাগ্যবান বিজয়ী নিদ্ধারণ করা হয় ।

১ম পুরস্কার , নামী ব্রান্ডের স্মাটফোন বিজয়ী ভাগ্যবান হলেন ঝিনাইদহের বারোবাজারের মোঃ সুমন মিয়া , কুপন নম্বর ৩২২৮ । ২য় ও ৩য় পুরস্কার বিজয়ী হলেন যথাক্রমে মোছাঃ কবিতা খাতুন দর্শনা , কুপন নম্বর ৫৯০ এবং মোঃ আবুল কালাম আজাদ , জীবননগর । আগামী সপ্তায় ২য় পর্বের ড্র অনুষ্ঠিত হবে । ড্র শেষে প্রধান অতিথী আগত দর্শনার্থীদের ধন্যবাদ জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button