পাঠকের কথা

আপনা পরিচয়—গুলজার হোসেন গরিব

ঝিনাইদহের চোখঃ

তোমার ভাণ্ডের মধ্য থেকেই বেরুয়ে আসে
জ্ঞানসম্পদ,বিবেক সিদ্ধান্তের চুড়ান্ত ফলাফল,
শারীরিক-মানসিক চিন্তা-চেতনার রূপ,
উদগিরণ প্রকাশ্যে আনে কথপোকথনাচারে।
বেরুয়ে আসে দানে পাওয়া সম্পর্ক,সংস্কৃতি,ভক্তি,
দেখার দৃষ্টি,হীনতা, মৌলিকতা,বাস্তবতা
আশা,ভরসা,আকাঙ্খা,জয়ের উন্মাদনা,
পরাজয়ের উপস্থাপনা,ঘৃণা ও পছন্দের তালিকা।

নিজের ঢাক নিজে পিটায়ে জানান দাও পরিচয়।
কে তাঁরে লুকায়ে রাখে,লুকায়ে রাখতে কি পারে?
ব্যক্তির রপ্ত করা ব্যক্তিত্ব-আমিত্ব,প্রসবের মতো
ঠিক সময়-কালে বাইরে নিয়ে আসে,
ইচ্ছা অনিচ্ছার কোনো বাঁধা ফলপ্রসু নয়।
অর্জিত সম্পদ শুধু পৃথিবীতেই জায়গা
প্রসারিত করেনা,করে তোমার মগজেও
আর অর্জিত তপ্তালো বোধ ও অহংবোধ
তোমারই পরিচয় ঘটায় কী তুমি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button