ক্যাম্পাসঝিনাইদহ সদর

ঝিনাইদহে পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, দুই শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সেট কোড অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এসএসসি বাংলা দ্বিতীয়পত্র এমসিকিউ পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষক দুইজন হলেন- আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী এবং মাসুদুজ্জামান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে নিয়ম অমান্য করে একই সেট কোডে এমসিকিউ পরীক্ষা নিচ্ছিল দায়িত্বরত শিক্ষক। পরে তাদের এ বিষয়ে জিঞ্জাসাবাদ করা হলে তারা কোনো স্বদুত্তর দিতে পারেনি। ফলে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রে যদি আর কোনো ধরণের অনিয়ম হয় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button