ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলা-২০১৯ এর সফল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গনে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফারজানা জেসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রোকনুজ্জামান ।
সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার আব্দুল লতিফ এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।
এ সময় মেলা প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জানান তিন দিনব্যাপি আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার ষোলটি স্টলে কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শিত হয়েছে। এর ফলে অনেক কৃষকের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে ব্যবহার হলে তা অত্রাঞ্চলের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ জুনাইদ হাবিব।