পাঠকের কথা
তুমি তো চাওনি আমায়——-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
তুমি তো চাওনি আমায়
আমি তাই জেনে গেছি
তোমার শ্বাস ওঠানামায়
বিদীর্ণতায় খুজে পেয়েছি।
আমি তাই জেনে গেছি
হাসি মুখে হাসি ফোটেনি
চোখে তুমি চোখ রাখনি
না বলা কথার টানে
একটুও সাধ জাগেনি।
তুমি তো আমার হও নি
তোমায় ভেবে তাই দেখেছি।
কেনো কোন অভিমানে
এলে বলো দুঃখ বানে?
সয়ে যাও মুখ বুজে
সব ব্যথা আপন প্রাণে।
জ্বালাগুলো করোনা ভাগ
আমার সাথে তাই বুঝেছি।
কেউ না হয় নিয়েছে মন
দেখিয়ে নানা প্রলোভন
সে তো হয় নি সাথি
আমার মতো দিতে জীবন।
তবু হায় তোমার চোখে
বিষমাখা তীর আমি হয়েছি।