ফাঁদেপড়া কামলাখাটা—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
কান্না কেনো যত্নহারা জ্যান্তমরা ফাঁদেপড়া
আমলা চাপে কামলাখাটা সুখহারা?
সব করে যা মন্ত্রী নেতার অর্ডার করা ফর্মুলা
তাঁদের খুশি করতে তোদের গড়িয়ে পড়ুক ঘামগুলা
ফাঁটুক হাতের পায়ের গোড়া ফাঁটুক ওরে শীর্ণ ঠোঁট
বাড়ুক তোদের শ্বাসে শ্বাসে জমাটবাঁধা বুকের চোঁট
রক্তরাঙা চোখগুলো ঐ বাঁচার জন্য কী খোঁজে?
কী যে আশা চোখের জলে সে ভাষাটা কে বোঝে?
কান্নাসুরে যতই ডাকিস শুনবেনা ডাক বদমায়েশ
ওদের নেশা তোদের শ্রমে করে যাবে খুব আয়েশ
আজকে যত চোখ ভেজা দুখ উৎপাদনের পাল্লাতে
তাতে কি আর মরবে নেতা এমন ব্যথা সামলাতে?
চোখের জলে হলে নদী কি আসে যায় আমলাদের
দেখতে আসা জুলুমকারী অত্যাচারী নেতাদের?
কেমন করে বন্যা আসে জীর্ণ জীবন করতে লয়
এমন জীবন পেলে হবে আমলা নেতার মহা জয়
ওদের চাওয়া বিশাল বড় আকাশ ছোঁয়া বাড়ি চাই
জীর্ণ-শীর্ণ কামলাগুলোর একটুখানি মূল্য নাই
ভুল হলো কি সঠিক হলো তাঁদের মর্জি যা করে
ভুল করেও দেখেনা হায় তাঁদের চাপে কেউ মরে
সাধারণ সব মানুষ মেরে শক্তি রয় কি বেশিদিন?
বিলাস বিমুখ মানুষগুলো দেশটা বাঁচায় চিরদিন
থাক বেঁচে থাক কামলাখাটা চেষ্টা করে মরণপণ
দেখতে মন্দ আমলা নেতার ভক্তিহারা শেষ জীবন