ঝিনাইদহে ভূয়া ডাক্তারকে তিন মাসের কারাদন্ড
#এম,এ জলিল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে হোমিওপ্যাথিক এক ভূয়া ডাক্তারকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৭ জুন সোমবার বিকালে ঝিনাইদহ সদরের কুশোবাড়িয়া বাজার থেকে, মাগুরা জেলার মোহাম্মাদ পুর উপজেলার বেথুলিয়া গ্রামের আ: রশিদ মোল্ল্যার পুত্র মো:আফজাল মোল্ল্যা (৫০)কে ৩ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
জানা যায়, মো:আফজাল মোল্ল্যা কুশোবাড়িয়া বাজারে চেম্বার খুলে বসে রুগী দেখেন। সপ্তাহে দুই দিন রোগী দেখবেন বলে এলাকায় মাইকিং করা হয় । তার নামের পাশে পদবী লেখেন ডা: এইচ এম আফজাল, ডি এইচ এম এস –ঢাকা ।
স্থানীয় লোকজন সন্দেহের বশবর্তী হয়ে পুলিশকে খবর দেয়। পরে নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি জীবন কুমার দাস এসে তাকে আটক করে। পরবর্তীতে সদর থানায় স্থানান্তরিত করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম তার কাগজ পত্র (সার্টিফিকেট)দেখতে চাইলে,সে কোন কিছুই দেখাতে পারে না ।পরে তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪১ ধারায় আদালত, ভূয়া এ ডাক্তার কে ৩ মাসের কারাদন্ড প্রদান করে । পরে তাকে জেল হাজতে প্রেরণ হয়।