জানা-অজানা

ভালোবাসা নতুন রাখবেন যেভাবে

#ঝিনাইদহের চোখঃ

শুরুটা ভালোবাসা দিয়ে হলেও অনেকসময় সেই ভালোবাসায় ভাটা পড়ে যায়। ধীরে ধীরে পুরনো হতে থাকে চিরচেনা ভালোবাসা। কখনো ভুল বোঝাবুঝি, কখনো অভিমান- দুটি মানুষের মাঝে দূরত্ব বাড়াতে থাকে। কিন্তু একটি চারা রোপন করে যেমন যত্ন নিলে তবেই তা বেড়ে ওঠে, তেমনই সম্পর্কও লালন করতে হয়। ভালোবাসা যত মধুরই হোক না কেন, যত্নের অভাবে তা দ্রুতই পুরনো হয়ে পড়ে। জেনে নিন ভালোবাসা নতুন রাখার উপায়

ব্যস্ততার ফাঁকে সবসময় ফোন করা সম্ভব হয় না, তবে মেসেজ পাঠানো যায় সহজেই। খুব যে রোমান্টিক কথাবার্তা লিখে বিশাল বিশাল মেসেজ লিখতে হবে, এমন নয়। সাধারণ কথাই লিখুন। এমনভাবে লিখুন যেন তার প্রতি আপনার খেয়াল, আপনার ভালোবাসা তিনি বুঝতে পারেন।

সম্পর্ক অনেকদিনের হলে ছোঁয়া কিংবা স্পর্শের ব্যাপারটাকে গুরুত্ব দেন না। কিন্তু জানেন কি, অল্প একটু ছোঁয়া বা ছোট্ট একটা চুমু সম্পর্কের ভিত মজবুত করতে অনেকটাই সাহায্য করে?

তিনি যখন তার কোনো অনুভূতি বা সমস্যার কথা আপনাকে বলছেন, তখন মন দিয়ে শুনুন এবং দরকারমতো পরামর্শ দিন। মাঝেমাঝে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ঠিকই, কিন্তু ভালোবাসার মানুষের জন্য এটুকু তো করাই যায়!

শুধু অফিস আর ঘরকেন্দ্রিক হয়ে উঠবেন না যেন! এমনটা হলে আপনাদের সম্পর্ক একঘেঁয়ে হতে বাধ্য। বছরে অন্তত একবার দূরে কোথাও বেড়াতে যান দু’জনে। নতুন পরিবেশে পরস্পরের আরও কাছে আসতে পারবেন। আর বছরের বাকি সময়টা অবসর পেলেই লং ড্রাইভে বেরিয়ে পড়ুন, পাশাপাশি সময় কাটান। সম্পর্ক বাড়তি অক্সিজেন পাবে।

তার কোনো বিষয় দেখে আপনার ভালোলাগলে সেটা মনের মধ্যে চেপে না রেখে তাকে জানিয়ে দিন। তেমনই সুযোগ পেলেই কথায় আর কাজে জানান দিন আপনার ভালোবাসারও। ভালোবাসা কখনো পুরনো হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button