সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের ট্রাক চালক আটক
#ঝিনাইদহের চোখঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি চট্টলা সিএনজি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার সকালে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। চালক ঘুম চোখে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ।
নিহত মো. দেলোয়ার হোসেন (২৮) কক্সবাজারের পেকুয়া থানার রাজাখালী সুন্দরীপাড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে।
সীতাকুণ্ডের বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আহসান হাবীব বলেন, ‘আমরা এলাকাবাসীর সহযোগিতায় চালককে আটক করেছি। এ বিষয়ে মামলা হয়েছে।’ আটক ট্রাকচালক মো. নবী (৩৯) ঝিনাইদহ কালীগঞ্জের সুবেদপুর খালপাড়া গ্রামের মৃত আহমদ আলী মণ্ডলের ছেলে।
জানা গেছে, সকাল ৬টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপোর কর্মী মো. দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি চট্টগ্রামগামী ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৯৩) তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ারের। এলাকাবাসী দ্রুত এসে গাড়িচালককে আটক করে।
প্রত্যক্ষদর্শী মো. আমজাদ হোসেন বলেন, ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে চাপা দেয়। গাড়ি আইল্যান্ডে তুলে দেয়। এতে যুবকটি মারা যায়।