ঝিনাইদহ পৌরসভার সাথে সনাক এর মতবিনিময়
এম,এ জললি, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ ২৬ জুন ২০১৯ : পৌর সেবার মানোন্নয়নে ঝিনাইদহ পৌরসভা কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ এর মধ্যে এক মতবিনিময় সভা অদ্য পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সনাক এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় সনাক সভাপতি মোঃ সায়েদুল আলম, পৌর প্যানেল মেয়র ফারহানা রেজা আঞ্জু ও সচিব মোঃ মুস্তাক আহমেদ, কাউন্সিলরবৃন্দ, সনাক সহসভাপতি নাসরিন ইসলাম ও সনাক এর স্থানীয় সরকার উপকমিটির আহবায়ক এন. এম. শাহজালাল, ইয়েস সহদলনেতা জেসমিন আক্তার, ইয়েস ফ্রেন্ডস দলনেতা তরিকুল ইসলাম ও টিআইবি’র এরিয়া ম্যানেজার বখতিয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিগত সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনায় দেখা যায় সনাক এর দাবিতে সামাজিক নিরাপত্তা সুবিধা প্রাপ্তির শর্তসমূহ পৌর চত্বরে দৃশ্যমান করা হয়েছে এবং পৌরসভার বন্ধ ওয়েবসাইট চালু করা হয়েছে। কর্তৃপক্ষ আরও প্রতিশশ্রু দেন যে, সর্বাধিক গুরুত্বসহকারে ওয়েবসাইট হালনাগাদ করা হবে এবং অভিযোগ গ্রহণ ও তথ্য প্রদান রেজিস্টার হালনাগাদ করা হবে।