পাঠকের কথা
তোমার মধ্যেই তুমি (সনেট)–গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
তোমার মধ্যেই তুমি,সূর্যের মতন
বের হও আপনার নিত্য ইচ্ছাচারে।
তুমি জানো না খবর,জানে প্রয়োজন,
তোমার সে প্রয়োজন,কে ঠেকাতে পারে?
ক্ষুধা যেখানে বোঝেনা,শান্তনাভোজন
কথপোকথন।নিজ আবেগ প্রহারে,
দেহদোল,শব্দাভাষে মুক্ত আক্ষেপণ
বেরুয়ে আসে তোমার সভ্যতার দ্বারে।
ক্ষুধা,প্রয়োজন মিশে প্রতিদিন সুপ্ত
খায়েশ প্রচার করে,যা তোমার গুপ্ত
অথবা উন্মুক্ত রূপ ,ক্রিয়ার ফলন।
রূপান্তর হও তুমি মানুষের মাঝে
তোমার আত্মস্থ রূপ নিয়ে পূর্ণ সাজে
আদান-প্রদানে তুমি বেরোও বাহারে।