ঝিনাইদহ সদর

ঝিনাইদহের খলিলুরকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন

#গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ

ভ্যান চালক মোঃ খলিলুর রহমান (৩৩) জীবনমৃত্যুর সন্ধিক্ষনে। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে মুমুর্ষ সময় অতিবাহিত করছেন তিনি। চিকিৎসকরা বলেছেন দীর্ঘমেয়াদী চিকিৎসা করালে খলিল সুস্থ হয়ে উঠবে।

কিন্তু একজন হতদরিদ্র ভ্যান চালকের পক্ষে প্রতিদিন আইসিইউ’র বেড ভাড়া ও ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। মোঃ খলিলুর রহমান হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

খলিলের প্রতিবেশি ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক জানান, গত ২৫ জুন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসেরর সামনে সড়ক দূর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হন ভ্যান চালক খলিল। সেই থেকে অচতেন অবস্থায় রয়েছেন তিনি। মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তার জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকরা বলেছেন, খলিল সুস্থ হয়ে উঠবে। কিন্তু অত্যান্ত গরীব ও সহায়-সম্বলহীন এই ভ্যান চালক পরিবারের পক্ষে চিকিৎসা ব্যায় চালিয়ে যাওয়া সম্ভব না।

খলিলের স্ত্রী পলি খাতুন জানান, প্রতিদিন তার স্বামীর চিকিৎসায় ৫ হাজার টাকা ব্যায় হচ্ছে। ৮ বছরের একটি টি মেয়ে এবং ৫ বছরের ১টি ছেলে নিয়ে অনিশ্চিত গন্তব্য দেখছেন খলিলের পরিবার।

দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি জানিয়ে স্ত্রী পলি খাতুন বলেন, “এখন আপনারাই আশা, আপনারাই ভরসা”।

খলিলকে সাহায্য করতে চাইলে ঝিনাইদহ জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিকের সাথে ০১৮১৪১৭৩১৭৭ এই নাম্বারে কথা বলতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button