ঝিনাইদহে পরীক্ষা শুরুর ঘন্টা পর প্রশ্ন বিতরণ
#সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার শৈলজানাথ মাধ্যমিক বিদ্যলয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৪জন ছাত্রীকে ১ঘন্টা বিলম্বে প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়াগেছে। সোমবার সকালে স্কুলের ৮ম শ্রেণীর গনিত পরীক্ষায় এঘটনা ঘটে।
ভূক্তভুগি পরীক্ষার্থীদের কাছ থেকে জানাযায় সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ৪জন ছাত্রীকে প্রশ্ন নাদিয়ে অন্যের সাথে বসে পরীক্ষা দিতে বলে এবং প্রায় ১ঘন্টা পরে ঝিনাইদহ শহর থেকে ফটোকপি করে এনে তাকে প্রশ্ন দেয়। এমন ঘটনা ঘটেছে ৬ষষ্ট্র এবং ৭ম শ্রেনীর আরও ৪জন শিক্ষার্থীর।
এবষিয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষিকা মনোয়ারা খাতুন জানান ৮ম শ্রেনীর একটি প্রশ্ন বাতিল হওয়ায় একজন ছাত্রীকে প্রশ্ন দিতে কিছুটা বিলম্ব হয়েছে পরে হেডস্যার প্রশ্ন আনার সাথে সাথে তাকে তা দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস জানান যশোর বোর্ডের প্রশ্ন ডাউনলোড করার পর তা ফটোকপিতে কম পড়ায় কয়েজন ছাত্রীকে প্রশ্ন সময়মত দিতে পারিনায় পরে আবার ফটোকপি করে দিতে আধাঘন্টা বিলম্ব হয়েছে।
এবিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার জানান এ ব্যাপারে আমার নিকট কেউ অভিযোগ দেয়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেব।