কালীগঞ্জ

ঝিনাইদহে বেড়াতে এসে বৃদ্ধা নিখোঁজ

মিশন আলী, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মেয়ের বাড়ী বেড়াতে এসে দুই মাস ধরে বৃদ্ধা নিখোজ রয়েছে ।

পারিবারিকসূত্র জানায় , গত ২০ এপ্রিল সকালে খুলনা বসুপাড়ার মৃত্য লিহাদউদ্দীন হাওলাদার স্ত্রী ভাণু বিবি(৮০) বাড়ী থেকে বের হন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে মেয়ের বাড়ীতে যাওয়ার উদ্যেশে । এরপর থেকে নিখোজ রয়েছে । অনেক খোজ খবর পর সে বাড়ী ফিরে আসেননি। তার নাতি ছেলে কবির হোসেন জানান, ভানুবিবি ঠিকমত নাম ঠিকানা বলতে পারেনা ।

এ ব্যাপারে খুলনা সোনাডাঙ্গা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে । যার নং ৮৭/ ২ মে ১৯ । যদি কোন সহদয় ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে কবির হোসেন( চালক) সাং-পাইকপাড়া থানাঃ কালীগঞ্জ জেলা ঃ ঝিনাইদহ মোবাঃ ০১৯১৯৬২৬২১৫ নম্বরে যোগাযোগ করতে আহবান করা গেল ।

সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button