পুরুষ কল্প–গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
তোমাকে আমার ভালোলেগেছে ভাটফুল,গোলাপ,
রক্তজবা,শিউলি,হাসনাহেনা,পলাশ,পদ্ম,
রজনীগন্ধা,বুনো,ঘাসফুল,হিজল আরো হরেক
রকম ফুলের মতন ইত্যাদি।
আমার যখন ইচ্ছে হয় আমি ছিঁড়বো,পিঁষবো,
সুগন্ধি নেবো,পাপড়ী ছিঁড়ে ছিঁড়ে পেতে দেবো
ফুলবিছানা বানাতে।আমার ইচ্ছামতো আমি
গড়াগড়ি করবো তোমার মৃদু ত্বকের ছোঁয়া নিতে,
এজন্যই তোমাকে ভালোলেগেছে।
তোমার রসালো ঠোঁট আমার ভালোলেগেছে।
না বলা ভাষা দিয়ে বের করে নেবো ঠোঁটের মধ্যে
থাকা সবটুকু স্বাদ।তুমি সহ্য করতে না পারলেও
নিষেধ করবেনা,তোমার স্বাদাস্বাদন করতে,
তুমি উতলা হয়ে উঠবে আমার না বলা ভাষায়।
কোনো গোপনীয়তা থাকবেনা চাঁদের মতন।
রাতের খোলা আকাশে থাকবে তুমি,শুভ্র উজ্জ্বল
গ্রহ-নীহারিকা,ছায়াপথ হয়ে, ইচ্ছানুযায়ী দেখবো।
না বলার কোনো অধিকার থাকবে না তোমার,
মন ভরিয়ে দেবে এই ভেবে ভালোলেগেছে।
তোমাকে খাদ্যের মতন কামড়িয়ে খাবো।
গোশের মতন সেদ্ধ করে,লেবুর মতো চিপে
শরাবের মতন ঢেলে ঢেলে নেশা বৃদ্ধির জন্য।
শারীরিক শক্তিতে পরাস্ত করবো বার-বার
তোমার হেরে যাওয়া চিৎকার-আর্তনাদ
কানে এসে আনন্দের বিজয়ী ধ্বনী হয়ে বাজবে।
তোমার জন্ম মৃত্যু আমার কাছে মূল্যহীন
এ জেনেও তুমি আমাকে জগৎ প্রভু বলে জানবে
এজন্যই তোমাকে ভালোলেগেছে।পুরুষ কল্প।