ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের প্রথম বাজার আটলিয়া
#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের প্রথম বাজার আটলিয়া। দীর্ঘ ৭৯ বছরেও বাজারটির তেমন কোন উন্নয়ন হয়নি। বাজার একটি সার কীটনাশক, ঝালাই বেশকিছু চায়ের দোকান ছাড়া উল্লেখ যোগ্য ব্যবসা প্রতিষ্ঠান নেই। বাজারের প্রতিষ্ঠা কালিন কোন ব্যবসায়ি আজ জীবিত নেই।
বাজারের একাধিক ব্যবসায়ির সাথে কথা বলে জানা গেছে, কোন সময় বাজারটি প্রতিষ্ঠা হয়েছে তা কেউই নিদৃষ্ট করে জানাতে পারেন নি। তবে তারা বলেন, ১৯৪০ সালে এখানে এলাকার শিক্ষানুরাগিরা একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে স্কুলের সামনেই সাপ্তাহিক বাজার বসানোর সিন্ধান্ত নেন। এদীর্ঘ প্রায় ৭৯ বছরেও বাজারটির কোন উন্নয়ন।
তারা আরো জানান, বাজারে আবু বকর নামের জনৈক ব্যবসায়ি বাজারটিকে উন্নয়ন করার চেষ্টা করেন। বাজার ভালো ব্যবসার আগ্রহ সৃষ্টি করে ছিলেন। নিজে ভালো দোকান, রাইস মিল করে ছিলেন। একই সাথে স’মিলের জন্য কাজ শুরু করে ছিলেন। কিন্ত সন্ত্রাসীরা তাকে বোমা মেরে হত্যার পর সব কিছুই থেমে গিয়েছিল। যা আজও পর্যন্ত নতুন ভাবে কোন উদ্যোক্তা আসেনি।
বাজারের প্রবিন ব্যবসায়ি আলি আকবর জানান, বাজারের জন্য যে জায়গা দরকার তার পরিমান খুবই কম। তাছাড়া বাজারের পাশে বসবাসকারীর অধিকাংশই দরিদ্র, শ্রমিক শ্রেণীর লোকজন। তারা ব্যবসাবাণিজ্য করার মত উদ্যোগী হয়না। যা দুই একজন হয়, পুঁজি অল্পের কারনে চায়ের দোকান দিয়ে বসে।