ঝিনাইদহ সদর

ঝিনাইদহে এক বীরাঙ্গনার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

#ঝিনাইদহের চোখঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করেছে ঝিনাইদহের বীরাঙ্গনা জয়গুন নেছা। শুক্রবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জয়গুন নেছা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বীরাঙ্গনার স্বীকৃতি দিয়েছেন। এজন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে শেখ হাসিনার দীঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের কাঞ্চনগর পাড়ার বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়া জয়গুন নেছা জানান, স্বাধীনতা যুদ্ধে স্বামী হাবিবুর রহমান ও সতিনের মেয়ে হাসিনা খাতুনকে হারিয়েছেন তিনি। পাক সেনারা তাদের ধরে নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। নিজের আর পরিবারের সদস্যদের ওপর পাক বাহিনীর পাশবিক নির্যাতন ও বর্বরতার সেই মুহূর্তগুলোর কথা মনে হলে এখনো গাঁ শিউরে ওঠে তার। শরীরে দগদগে সেই ভয়াল স্মৃতি চিহ্ন বয়ে বেড়াচ্ছেন তিনি। নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণে এই বৃদ্ধ বয়সে সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন সময় ছুটেছেন এ অফিস থেকে সে অফিস। অবশেষে এ বছর সরকার তার স্বীকৃতি দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button