ফণি’কে পাল্টা জবাব দিতে ৬ কোটি গাছ লাগাচ্ছে ওড়িশা
#ঝিনাইদহের চোখঃ
মে মাসে ঘূর্ণিঝড় ফণি’র আঘাতে ভারতের ওড়িশা রাজ্যের ২২ লাখ গাছ উপড়ে পড়েছিলে। তাই ক্ষতি পুষিয়ে নিতে ৬ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফণি’র আঘাতে প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার বিরূপ প্রভাব ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ফণি’র আঘাতে ওড়িশাজুড়ে কমপক্ষে ২২ লাখ গাছ উপড়ে পড়ে। এর মধ্যে ১৪ লাখই নারিকেল গাছ। প্রায় ৮ হাজার হেক্টর নারিকেল বাগান নষ্ট হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের প্রকোপে। এর জেরে প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে প্রভাবিত হবে।
সরকার জানিয়েছে, ফণি’র কবলে যে ২২ লাখ গাছ নষ্ট হয়েছে, তার পরিবর্তে সরকার অন্তত ৬ কোটি চারাগাছ রোপণের উদ্যোগ নিয়েছে। শুধু তাই নয়, আরও চার কোটি চারাগাছ সরকার বিলিয়ে দেবে সাধারণ নাগরিকের মধ্যে। তাদের উৎসাহিত করা হবে বৃক্ষরোপণে।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন, ওড়িশার বনদপ্তর ছয় কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এই বর্ষার মধ্যেই আরও চার কোটি চারাগাছ দেওয়া হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষকে।