ঝিনাইদহ থেকে ৩৩৩ এ কল করলে কী কী সেবা পাবেন?
#ঝিনাইদহের চোখঃ
কল সেন্টার ৩৩৩ থেকে তথ্য ও সেবা কিভাবে জনগণ পাবে এ উপলক্ষে ঝিনাইদহে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার (আইসিটি) কামরুজ্জামান সরকার, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ ।
অন্যদিকে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি এম রায়হান, জেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান সহ ঝিনাইদহে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় জেলা প্রশাসক জানান, বাংলাদেশের যেকোনো মোবাইল বা টেলিফোন থেকে ৩৩৩ নম্বরে ডায়াল করে দেশের যেকোন প্রান্ত থেকে নাগরিকরা সামাজিক প্রতিকার, সরকারি বিভিন্ন তথ্য, জেলা ও পর্যটন সম্পর্কে সকল বিষয়ে জানতে পারেন।
গত সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে আজ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে ৩৩৩ কল সেন্টারে কল দেওয়া হয়েছে। এর মধ্যে বাল্যবিয়ে, যৌতুক বন্ধ ও সামাজিক সমস্যা প্রায় ৩১ টি সেবা প্রদাণ করা হয়েছে।