পাঠকের কথা
এসো স্বপ্নের জীবন গড়ি–এম হাসান মুসা
#ঝিনাইদহের চোখঃ
একোন যুগের আলামত দেখি ভবের বাজারে?
জন্মদাতা র্নিজীব প্রানী ঈশ্বর থাকে বিয়োগী মনে।
ধর্মের কল বাতাসে নড়ে
সবাই চলে নিছক বনে,
মানবতার শ্রেষ্ট জাতি ধর্ম ছেড়ে অধর্মে নাচে।
সুকর্ম এখন বুলির ভূষন
অপকর্মের জুড়ি নেই।
বিশ্ব এখন হাতের মুঠোয়
অহংকারের শেষ নেই।
স্বাধীনতা সাম্য সন্ধি বৃত্তের দেয়ালে থাকে বন্দি
নিত্য নতুন প্ররোচনায় মানুষ পড়ে মুখোশ ছবি।
স্বার্থ টাকায় প্রেমাভিনয়ে তরী ছুটে গগন পানে
বিশ্বাস সংহতি নীরবে কাঁদে সভ্যতার এ বাজারে।
এসো মোরা মানব জাতি মনটাকে শক্ত করি
অতি লোভের কপাট বেধেঁ সুন্দর স্বপ্নের জীবন গড়ি।