পাঠকের কথা
আমি স্বার্থপর—গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
আমি স্বার্থপর বটবৃক্ষের মতন।
পাতার সবুজ প্রাণ খেয়ে
গাছ যেমন বেঁচে থাকতে চায়
নিজেকে বাঁচিয়ে রাখতে চায়
অপ্রয়োজন ভেবে সবুজহীন পাতাকে
যেভাবে ফেলে দেয়
আরেকটি সবুজ পাতার আশায়,
ঠিক গাছের মতন আমিও ছুঁড়ে ফেলি
তোমাদের দেয়া জ্ঞান-শক্তি আস্বাদনের পর
আমার জীবন থেকে।
বৃদ্ধ সেনাপতি, রাজদরবারে অ-কার্য্যকর ভেবে
রাজা যেমন সেনাপতি পদে
নতুন কোনো শক্তিশালী সেনাপতি নিয়োগ দেয়
রাজত্ব টিকিয়ে রাখতে,
তেমন করে আমিও আমার অস্তিত্ব দীর্ঘদিন
বাঁচিয়ে রাখতে, প্রসার করতে,
তোমাদের শক্তি অ-কার্য্যকর হলেই ফেলে দিই
গাছের ঐ বৃদ্ধ পাতার মতন।
বৃদ্ধ পাতার মরণ হয় সেনাপতিও মরে
গাছ ও রাজার জন্য।
আমি রাজা হতে চাই, বটবৃক্ষ হতে চাই,
আমি যুগ যুগ বেঁচে থাকতে চাই
তোমাদের সবুজ শক্তি খেয়ে,গাছ ও রাজার মতন।