নষ্ট ক্যানভাস—হাবিবুর রহমান রিজু
#ঝিনাইদহের চোখঃ
১
মনের ক্যানভাসে খালি জায়গা নেই
কষ্টের দাগে ক্ষত-বিক্ষত
কল্পনা বাসনার রংগুলো
গাঢ় অন্ধকারে হারিয়ে গেছে।
চোখের তারায় জীবনের আলো নেই
ব্যথার আঁচড়ে ঝাপসা কাঁচের মত
মিথ্যার ঝড়ে ডানা ভাঙা স্বপ্নগুলো
দুঃস্বপ্নের কারাগারে বন্দি হয়ে আছে।
পায়ের তলে চোরাবালি কাঁধে হিমালয়
আমি বুক দিয়ে হাঁটি
কষ্টের রং আমার চারিধারে
প্রতিদিন বিষবাষ্প ছড়ায়,
কোটি বছরের দুঃখ জ্বালা
দীর্ঘশ্বাস হয়ে বুকচিরে বের হয়।
ভৌতিক রহস্যে ভরা আকাশের তারা
গায়ে আগ্নেয়োগিরির উত্তাপ ছড়ায়
পৃথিবীর দুঃখ-কথা আছে যত ব্যথা
আমার জীবনীতে সব আছে লেখা।
ব্যথা আমাকে রাঙিয়ে দেয় বলে
পৃথিবীর সব রং বর্ণহীন হয়ে যায়।
বসন্তের ফোটা ফুল কোকিলের ডাক
জীবনের কাছে অর্থহীন বলে মনে হয়।
সবুজের মাঝে পাইনে প্রাণের স্পন্দন
নারীর পরশে পাইনে জীবনের আস্বাদ
বাতাসের চিরকালীন শব্দ
হৃদয়ে বাজায় করুণ সুর
মরা নদী পিছু ফিরে কাঁদে
আর বলে ফিরবো না
ফিরবোনা ফিরবো না কোনদিন।
২
দু’পেয়ে হায়নাগুলো
আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে
নীল নীল নিঃশ্বাস
এক পৃথিবীর তৃষ্ণা নিয়ে
খেয়ে ফেলে বিবেক
খেয়ে ফেলে মূল্যবোধ
খেয়ে ফেলে জাতি
খেয়ে ফেলে সাহিত্য সভ্যতা ইতিহাস।
মানবতার আর্তি করুণ সুর
মরা মনে নাড়া দেয় না
হৃদয়ে রক্তক্ষরণ সাগর সৃষ্টি করে
সে সাগরে ব্যথার নীল সমুদ্রে
আমি ভেসে যাই
সংগ্রামি চেতনা ভেসে যায়
ভালবাসা ভেসে যায়
জাতি ভেসে যায়।