বন্ধুত্বের বন্ধন থাকবে চিরকাল—ওমর ফারুক
# ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স চতুর্থ বর্ষ (অর্থনীতি বিভাগ) এর পরিসমাপ্তি। এই সমাপনীতে অর্থনীতি বিভাগের (২৪ তম ব্যাচ) এর সকল শিক্ষার্থী উপস্থিত ছিলো। চতুর্থ বর্ষের সকল পরীক্ষা সমাপ্তির পর আজ ভাইভা পরীক্ষা উপলক্ষে সবাই সমবেত হয়।
এ সময় শিক্ষার্থীরা তাদের কাটানো ৪টি বছর নিয়ে স্মৃতিচারণ করতে থাকে। এ সময় একটি হৃদয়বিদারক ঘটনার উদ্রেক হয়। অনেকেই বলেন,সরকারি কেসি কলেজের কথা তারা কখনোই ভুলতে পারবে না। অত্র প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের একটি সুনামধন্য প্রতিষ্ঠান, উক্ত প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পেরে আমি,(ওমর ফারুক) খুবই গর্বিত। এখানকার বন্ধু/বান্ধবীদের মধ্যে কিছু শ্রেষ্ঠ বন্ধু পেয়েছি তার মধ্যে, বিনা, এ্যানি, সনেট, রহুল, মামুন, সৌমিক, হিরো, আজাদ, বধূয়া, বাপ্পি, তানভীর, রুবেল, মুন্না, সোহেল, বধূয়া, বিদ্যুৎ, হারুন, সোহান, সামিয়া, জিহাদ, সিহাব, হৃদয়, হাকিম, আশিদুল, তারিকুল, অন্তরা, শাপলা, শামিমা, সামিয়া, জিনাত, লিমা, লাবণী, সুম্মা,, মশিউর, আশিক, মাহমুদুল হাসান,প্রিয়া, রায়হান, এদের কথা কখনোই ভুলবো না। অনার্সের শুরু থেকেই উক্ত বন্ধুগুলো ছিল খুবই হেল্প ফুল।
শিক্ষকদের মধ্যে,
আজিজুর রহিমান, মোমিদুল ইসলাম, জিয়াউর রহমান , শাহিনুর ইসলাম, আলাউদ্দিন আল আজাদ, আতিকুল ইসলাম, আফরিন তাহমিনা,নাসরিন সুলতানা, সবাই প্রতিটি বিষয়ে প্রতিটি শিক্ষার্থীকে নিজেদের সন্তানের মতো আগলে রেখেছেন। বাদশা ভাই এবং ভাবি সহ আপনাদের প্রত্যেকের কাছে আমরা চিরঋণী। কেসি কলেজে কাটানো চারটি বছর প্রতিটি শিক্ষার্থীর মনে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল।