ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের মাঝে ৫ কোটি টাকার ঋণ বিতরণ
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কে আহমদ পৌর কমিউনিটি সেন্টারে এ ঋণ বিতরণ করা হয়।
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও সিও সংস্থার যৌথ উদ্যোগে ২’শ ২০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। সিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিেিটডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আজিজুল হক, সদর থানার ওসি মিজানুর রহমান খান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা লাভলী ইয়াসমিন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিও সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন নেছা শিলা। এ সময় বক্তারা. সহজশর্তে ঋণ নিয়ে নারীদের আগামী দিনে আরও সফল হওয়ার আহবান জানান।