ঝিনাইদহের কালীগঞ্জে এক গ্রামে গণচুরি!
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে ৫টি বাড়িতে গণচুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ৪টি বাড়ি থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। আবার কয়েক জনের বাড়িতে বাইরে থেকে সিটকেনী লাগিয়ে রেখে গেছে।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ঐ গ্রামের চোর আতংক বিরাজ করছে।
গোবরডাঙ্গা গ্রামের ওসমান গনি জুয়েল জানান, রাতে একদল চোর তাদের গ্রামের পুরো গ্রামের ৪টি বাড়িতে চুরি করে। এর মধ্যে মানসুর রহমানের বাড়ি থেকে ১টি স্মাট ফোন, ঠান্ডু বিশ্বাসের বাড়ি থেকে ২টি আংটি ও ২টি কানের দুল, সেলিম হোসেনের বাড়ি থেকে ৫০০ টাকা, লেন্টু মল্লিকের বাড়ি থেকে ১টি মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়াও হাফিজুর রহমানের বাড়িতে চোরদল হানা দেয়। তবে কিছু নেয়নি। গত ২ দিন আগে হাফিজুরর রহমান ১ লাখ ২৪ হাজার টাকা গরু বিক্রয় করে।
একই গ্রামের নাজমুল হাসান জানান, তাদের গ্রামের বিভিন্ন বাড়িতে চোরদল চুরি করেছে। তাদের গ্রামে বর্তমানে চোর আতংক বিরাজ করছে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।