পাঠকের কথা
কে তুমি—এম হাসান মুসা
#ঝিনাইদহের চোখঃ
কে তুমি ? স্বঘোষিত রাজা ? নাকি রাজাহীন সম্রাজ্ঞী ?
নাকি মহান কবি বা জন প্রতিনিধি?
কে তুমি,তোমার মতে ?
কে বানাল তোমায়, কিসের দৌলতে ?
ফিরে দেখো ইতিহাস, হাত পেতেছ বারে বারে !
গুঁটি কয়েক পোষা জন তোমার
বাকিটাই ভিক্ষা চেয়েছ ঝুলি পেতে,
তুমি মহান, সু-নামি আপন গ্লানিতে।
ডিগ্রির ঝুলি ভরিয়েছ মুখ লুকিয়ে
পয়সার বিনিময়ে।
বস্তাপচা ডিগ্রি আছে ,
জ্ঞান হয়নি, অহঙ্কার হয়েছে !
তাই তো ,ক্ষমতা নেই বলার “রাজা তোর কাপড় কোথায়?”
যাদের দৌলতে ভাবছ নিজেকে সেরার সেরা,সারা বেলা,
তাদেরই করছ অবহেলা ?
অতীব জ্ঞানে মূর্খ, ভেবে দ্যাখো কে তুমি ?
রাজা? সম্রাজ্ঞী? কবি? প্রতিনিধি?
অন্য কেউ, নাকি বিধি ?