জানা-অজানা

ভিনগ্রহীদের সন্ধান শুরু করল এই টেলিস্কোপ

#ঝিনাইদহের চোখঃ

অন্য গ্রহে প্রাণের খোঁজে কাজ করবে চিনের দক্ষিণ-পশ্চিম দিকে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ। জানা গেছে, পাঁচ হাজার মিটারের এই অ্যাপেচার স্ফেরিকাল রেডিও টেলিস্কোপটি শুক্রবার (১২ জুলাই) দুপুর থেকে কাজ শুরু করবে চিনের পার্বত্য অঞ্চল গুই-জয়াং অঞ্চলে।

১৮০ মিলিয়ন ইউরো খরচ করে তৈরি করা এই টেলিস্কোপটিতে রয়েছে প্রায় ত্রিশটি ফুটবল মাঠের সমান প্রতিফলক।

চিনা গবেষকদের মতে, ২০২০ সালের মধ্যে তাদের পক্ষ থেকে মহাকাশে যে স্থায়ী স্পেস স্টেশনে গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে সেই কাজে সাহায্য করবে এই টেলিস্কোপটি।

সূত্রের খবর, চাঁদেও নিজেদের ম্যানুয়াল স্পেস স্টেশন গড়ার লক্ষ্য নিয়েছে চিন। চিনের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওউ জিং-পিং জানিয়েছেন, উচ্চ সংবেদনশীলতার জন্য মহাকাশের অন্য জীবনের খোঁজ-খবর নিতেও সক্ষম হবে এই রেডিও টেলিস্কোপ।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে শুরু হয় এই উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপের নির্মাণ। ফাঁকা করে দেওয়া হয় চারপাশের পাঁচ কি.মি. পর্যন্ত অঞ্চল। এর আগে সাধারণত কোনও বাঁধ বা জলাধার নির্মাণের জন্যই চিনে এই ভাবে মানুষদের সরিয়ে দেওয়া হয়েছিল। তবে টেলিস্কোপ নির্মাণের জন্য এই প্রথম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button