বঙ্গমাতা ফুটবলই হলো আন্তর্জাতিক নারী ফুটবলারদের গাইডলাইন : শাম্মী ইসলাম
#এলিস হক, ঝিনাইদহের চোখঃ
‘আমাদের মূল উদ্দেশ্য-আন্তর্জাতিক মানের নারী ফুটবল তৈরি করা। বঙ্গমাতা ফুটবলই পথ দেখিয়ে দিচ্ছে বাঙলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়েরা। বলতে পারি নারী ফুটবলারদের গাইডলাইন। বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক সাফল্য বয়ে আনছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আশাবাদী যে এই ঝিনাইদহ স্টেডিয়াম হতে ভালো নারী ফুটবল খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে। সেদিন আর দেরি নাই ঝিনাইদহের নারী ফুটবল খেলোয়াড় হিসেবে একদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি করতে দেখা যাবে।’
তিনি প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদেরকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও সমান গুরুত্ব দিতে হবে। তাই এখন তোমাদের নিজেদেরকে তৈরি হতে হবে। খেলার মাঠে ভালো করা এবং বিদ্যালয়ের পড়াশোনায় ভালো করা তোমাদের নৈতিক দায়িত্ব।’
আজ ১৬ই জুলাই’১৯ মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় অনুষ্ঠানের সভাপতি এবং ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম তার বক্তব্যে উপরোক্ত এই কথাগুলো বলেন।