ঝিনাইদহ সদর

ঝিনাইদহের গরু ব্যবসায়ীরা ঢাকায় ডেঙ্গু আতঙ্কে ? (ভিডিও সহ)

#ঝিনাইদহের চোখঃ

হাবিবুর রহমানের মতো নাটোর, পঞ্চগড়, বগুড়া, কুষ্টিয়া, ঝিনাইদহ, দিনাজপুর থেকে অনেকে শনির আখড়ায় পশুরহাটে গরু বিক্রি করতে এসেছেন। এর মধ্যে রাজধানীতে ডেঙ্গু আতঙ্কে রয়েছে সবাই।

ঝিনাইদহের মালেক মিয়া বলেন, এবার তিনি ১৫টি গরু এনেছেন। গরুর দাম সোয়া এক লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত। এখন সবাই গরুর দরদাম করছে এবং পছন্দ করছে। সরকারি চাকরিজীবীরা বেতন বোনাস পেলেই গরু কিনবে বলে আশা করছেন তিনি।

মালেক আরো বলেন, ‘সারা রাত আমাদের লোকজন গরু পাহাড়া দেয়। সারা রাত অনেক মশা কামড়ায়। সরকারের লোকজন যদি হাটে এসে মশা মারার ওষুধ দেয় তাহলে সবাই টেনশনমুক্তভাবে গরু বিক্রি করতে পারবে।’

পঞ্চগড় থেকে আসা আক্কাস বলেন, তাঁর মালিক এবার ৩০টি গরু হাটে এনেছেন। তিনি গরুগুলো তদারকি করছেন। ঈদের দুই একদিন আগেই বেচাকেনা শুরু হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button