বিয়ের দিনের শাড়ি পরা ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন প্রিয়ঙ্কা
#ঝিনাইদহের চোখঃ
বিয়ের দিনের ছবি সকলের জীবনেই একটি স্মরণীয় দিন। সেই দিনের সব মুহূর্ত যে-কোনও মেয়ের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকে সারা জীবনের জন্য।
প্রিয়াঙ্কা গান্ধী তার এই পুরনো ছবিটি এ দিন ‘হ্যাশট্যাগ শাড়ি টুইট’-এ দেওয়ার পর থেকে হইহই। প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছিলেন, “আমার বিয়ের দিন সকালের পুজো (বাইশ বছর আগে)।”
ছবিটি দেখামাত্র দুইয়ে-দুইয়ে চার করতে লেগে পড়েন যুব কংগ্রেসের কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও। রিটুইট চলতে থাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে। শুভেচ্ছার বন্যায় কার্যত কোণঠাসা প্রিয়াঙ্কা তখন বলতে বাধ্য হন, “বিবাহবার্ষিকীর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। কিন্তু ছবিটা এমনিই পোস্ট করেছি হ্যাশট্যাগ শাড়ি টুইটের জন্য। আমার বিবাহবার্ষিকী ফেব্রুয়ারি মাসে।” শাড়ি-নাট্যের এখানেই শেষ নয়! মজা করে প্রিয়াঙ্কা এর পর রবার্টকে ট্যাগ করে টুইট করেন, “তুমি তা-ও আমাকে ডিনারে নিয়ে যেতে পার!”
রবার্ট জবাব দেন, “ওয়াও! দারুণ ছবি। আমার কাছে অবশ্য প্রতিটা দিনই তুমি একই রকম। ভালবাসা, ভাল থাকা আর পাশে থাকা, এগুলোই তো আমাদের অস্তিত্বের ভিত। একরাশ ভালবাসা রইল।”