ঝিনাইদহে কারেন্ট জাল জব্দ, জরিমানা
#মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ শহরের পুরাতন হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,পুলিশের এসআই মঞ্জুরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসেন জানান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের জন্য কালীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উজির আলী নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ১০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ঐ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।