ঝিনাইদহে ৪ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের ৭৫ টি শিক্ষা পতিষ্ঠানের মোট ১৯০ জন শিক্ষার্থীকে ৪ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ এ শিক্ষাবৃত্তি প্রদান করে। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
এ উপলক্ষে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপিতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মনির হোসেন সুমন প্রমূখ।
কালীগঞ্জ উপজেলা পরিষদসূত্রে জানাগেছে, এ উপজেলার সকল কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকে খোঁজ নিয়ে মোট ১৯০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে তালিকায় অন্তর্ভূক্ত করে প্রত্যেককে ২ হাজার করে আবার তাদের মধ্যে অধিকতর গরীব মেধাবী যারা তাদের প্রত্যেককে ৩ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।