ঝিনাইদহে ২৭ তালা ভেঙ্গে চুরি
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের ইমা সুপার মার্কেটের ৩ টি দোকানে তালা ভেঙে চুরি সংগঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে এ মার্কেটের রাজদুত বাইক, এ আর ইলেকট্রনিক্স ও আবির অটো থেকে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
রাজদুত বাইকের ম্যানেজার সুমন জানান, শনিবার দিবাগত রাতে তার ইজিবাইকের সোরুম ও পাশের এ আর ইলেকট্রনিক্স্রের মোট ২৭টি তালা ভেঙে ১৫ হাজার টাকা, ৫ টি মটর সেট , ১১ টি টায়ার, ২ টি সেন্সর কন্ট্রলার, ৪ টি ¯িপ্রং পাত ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। তিনি আরো বলেন, গত ৪ মাস আগে এখান থেকে বগুড়ার এক মালিকের পিকাপের ৪টি চাকাই চুরি করে নেয় চোরেরা।
এছাড়া পার্শ্ববর্তী আবির আটোর মালিক স্বপন কুমার জানান, তার দোকানের তালা ভেঙেও ৪ টি ব্যাটারী, ৩ টি কন্ট্রলারসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ হোসেন জানান, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নাইট গার্ড ডিউটিরত থাকার পরও কিভাবে এতোগুলো তালা ভেঙে ৩ টি দোকানে চুরি হলো পুলিশ তা খতিয়ে দেখছে।