সাগান্না ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে আলোচনা
#রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের ভাতা প্রধানের একাউন্ট খোলা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাগান্না ইউনিয়ন পরিষদের হল রুমে সকাল ১০ টায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিল সাগানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্সি সাইদ রেজা সাইদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিল সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম,এছারা ইউনিয়নের ইউপি সদস্য, আমিনুর সরকার,নোয়াব আলি,রাজু মিয়া,রবিউল ইসলাম,মিঠু মিয়া, হুসিয়ার মিয়া,ফজের আলি, সাগরিকা পারভিন, মরিয়ম বেগম, শিউলি রানি, ইউপি সচিব ইমারত আলি,প্রমুখ ও এলাকার গন্যমান্য বেক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে সাগান্না ইউনিয়নে মোট ১৩০ জনকে ভাতা প্রধানের কার্যক্রম করে।এর মধ্যে ৭২ জনকে বয়স্ক ভাতা, ২৯ জনকে বিধবা ভাতা ও ২৯ জনকে প্রতিবন্ধী ভাতার একাউন্ট খোলা হয়।অনুষ্ঠানে সভার সভাপতিত্ব করেন সাগান্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল অহাব মিয়া।