ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদের ১ যুগে পদার্পন
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
১ যুগে পদার্পন করলো জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কসাসের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কসাসের সভাপতি উম্মে সায়মা জয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও সহ-সভাপতি শফিক মেহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশীদ, কসাসের উপদেষ্টা মিজানুর রহমান। পরে কেক কেটে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে শুরুতে পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
‘মেধার চর্চায় মুক্তির অণে¦ষ’ এ শ্লোগানকে সামনে রেখে ২০০৮ সালের ২৩ জুলাই পথচলা শুরু করে সংগঠনটি। সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় ২০১৭ সালে সংগঠনটি অর্জন করে জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড।